মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকু। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীরে জামায়াত ও সভাপতি মো. নূরুল ইস, যিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য।
আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য, বিজয় দিবসের চেতনা এবং জাতির সামনে বর্তমান দায়িত্ব নিয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজয় দিবসের আদর্শ বাস্তব জীবনে ধারণ করা অত্যন্ত জরুরি।
সভায় দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।